Details
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে ২০২৩- ২৪ অর্থবছরের প্রনোধনা কর্মসূচি র আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুরডাল ফসলের প্রণোধনা কর্মসূচি বাস্তবায়নের জন্য আগ্রহী চাষীদেরকে অবশ্যই আগামী ৫/১০/২০২৩ রোজ বৃহস্পতিবারের মধ্যে ভোটার আইডি কার্ড ফটোকপি,আপনাদের ছবি,মোবাইল নাম্বার নিয়ে অফিসে এসে আমার নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করছি,। সময় স্বল্পতার কারনে অনেক নেতৃবৃন্দ বা মেম্বারদেরকে টেলিফোনে অবহিত করতে পারি
নাই,তাই আপনারা ফেইসবুকের মাধ্যমে জানার সাথে সাথে অফিসে এসে আমার নিকট আইডি কার্ডের ফটোকপি, আপনাদের ছবি, মোবাইল নাম্বার জমা দিবেন।
তবে যারা এই রবি ফসল চাষাবাদ করবেন শুধু মাএ তাহারাই কাগজ পএ জমা দিবে। আর যারা এই ফসল উৎপাদন করবেন না তাহারা কাগজ পএ জমা দেওয়ার কোন দরকার নেই।
মহান আল্লাহপাকের নিকট আপনাদের সুস্বাস্হ্য কামনা করি।
নিবেদক ঃ
মোঃ মোশারেফ হোসেন
চেয়ারম্যান
কাশিনগর ইউনিয়ন পরিষদ
চৌদ্দগ্রাম, কুমিল্লা।
এবারের বরাদ্দ কম, এই জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে।