Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয়স্থান

দর্শনীয়স্থান- কাশীনগর ইউনিয়ন পরিষদ

 

প্রতিষ্ঠালগ্ন থেকে যুগে যুগে কাশীনগর ্‌ইউনিয়ন পরিষদ হয়ে উঠছে একটি সুন্দর মনোরম দর্শনীয় স্থান। বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ মোশারেফ হোসেন সাহেব অত্র ইউনিয়ন পরিষদকে করেছেন সারা বাংলাদেশে একটি আদর্শ ইউনিয়ন পরিষদ। সূন্দ্যের্য়ে অতুলনীয় এই পরিষদ। পরিষদ প্রাঙ্গণে প্রতি বছর ২১শে বই মেলা উৎসব ৭ দিন ব্যপি চলমান থাকে। এই মেলায় অত্র ইউনিয়নের জন সাধারণ চাড়াও বিভিন্ন এলাকার জনগণ, শিক্ষক শিক্ষার্থীগণ বই মেলায় আসে।কাশীনগর ইউনিয়ন পরিষদে নতুন বৈচিত্র, নতুন সাজ, নতুন কাজ, নতুন আসবাব, নতুন এলসিডি টিভি, সিটিজেন সার্টার, ইউনিয়ন পরিষদের ভবনে সব দরজা জানালা নতুন, টাইলসে সজ্জিত গোটা ভবন, মাঠের অর্ধেকটা পাকা করা হয়েছে, পরিষদের সীমান প্রাচীরের উন্নয়ন করা হয়েছে, ডিজিটাল সেন্টারকে করা হয়েছে একটি আদর্শ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উদ্যেক্তাদের উন্নয়নে ইউপি চেয়ারম্যান সাহেব যতেষ্ট ভূমিকা নিয়েছেন।

 

ডিজিটাল সেন্টারে ক্রমান্নয়ে নতুন নতুন সরঞ্জাম ক্রয় করা হচ্ছে।আরো গুরুত্বপূর্ণ ও উন্নয়ন মূলক কাজ সামনে রয়েছে। । এখানে রয়েছে ওয়াইফাই কানেকশন। যাহার মাধ্যমে অনায়াসে ই-বুক সহ নানা তথ্য ভান্ডার মোবাইলে ডাউনলোড করে যে কেউ মেঠাতে পারছে তাদের মাল্টিমিডিয়া সহ নানা চাহিদা। অত্র পরিদের যোগাযোগ ব্যবস্থাও ভাল- ঢাকা বা চট্রগ্রাম থেকে চৌদ্দগ্রাম ও কুমিল্লা বিশ্বরোডের মাঝামাঝি স্থান মিয়া বাজার নেমে হাইওয়ে রোড থেকে পশ্চিম দিকে কাশীনগর রোড, বিজলী বাস ষ্টেশন থেকে বাস অথবা সি এনজি যোগে কাশীনগর বাজার ও ইউনিয়ন পরিষদ।লাকসাম থেকে সি এন জি যোগে ভূশ্চি বাজার হয়ে কাশীনগর বাজার ও ইউনিয়ন পরিষদ।

কাশিনগর ইউনিয়ন পরিষদ