কাশিনগর ইউনিয়ন হচ্ছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী মডেল ইউনিয়ন। ঢাকা - চট্রগ্রাম হাইওয়ে রোডে মিয়াবাজার হয়ে সি এন জি অথবা বিজলী বাস যোগে কাশিনগর বাজার আসা যাবে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে। মিয়া বাজার থেকে কাশিনগর এর দূরত্ব হচ্ছে ৭ কিলোমিটার। কাশিনগর বাজারের পশ্চিম অংশেই ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত।
কুমিল্লা বিশ্বরোড থেকে বাগমারা বাজার ও ভূশ্চি বাজার হয়েও কাশিনগর আসা যাবে।
লাকসাম থেকে ভূশ্চি বাজার হয়ে কাশিনগর আসা যায়।
নিম্নে কাশিনগর ইউনিয়ন পরিষদে আসার গুগল ম্যাপস ডিরেকশনটি দেয়া হলোঃ
উক্ত লিংকটিতে ক্লিক করলেই কাশিনগর ইউপিতে আসার সঠিক ডিরেকশন পেয়ে যাবেন- Kashinagar - Google Maps
নিম্নের ছবিটিতে ঢাকা সিটি হতে কাশিনগর ইউপিতে আসার গুগল ম্যাপস ডিরেকশনের একটি স্ক্রিনশট দেয়া হলোঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস