Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন কাশীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহার কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে তৈরী করেছেন শহীদ মিনার।
বিস্তারিত

ভাষাশহীদদেরপ্রতিশ্রদ্ধাজানাতেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন কাশীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহার কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে তৈরী করেছেনশহীদমিনার।

কাশীনগর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মোশারেফ হোসেন সাহেববলেন, “২১ শেফেব্রুয়ারি  তিনি সর্ব প্রথমশহীদমিনারেশ্রদ্ধার্ঘনিবেদনকরবেন।

চেয়ারম্যানের নেত্রিত্তে ২১ফেব্রুয়ারিবিকালেকাশীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনাসভাহয়।২১ফেব্রুয়ারি  শহীদমিনারেফুলদেওয়ারপাশাপাশিভোরেবসন্তপুরে ইউনিয়ন আওয়ামীলীগের  নেতা-কর্মীদের নিয়ে একজন ভাষা শহীদেরকবরজিয়ারতকরেন  ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মোশারেফ হোসেন সাহেব । এসময় কতিপয় সাংবাদিক উপস্থিত ছিলেন। এচাড়াও তিনি কাশীনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন শহীদদের আত্বার মাগফিরাত কামনা করেন।

ডাউনলোড

কাশিনগর ইউনিয়ন পরিষদ